কেরালা থেকে আসছে অশনি সংকেত, ফের চোখ রাঙাচ্ছে অজানা জ্বর

চাঞ্চল্যকর রিপোর্টে ওয়েস্ট নীল জ্বরের প্রমাণ মেলে।

New Update
West Nile Fever.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: তিনটি জেলায় ওয়েস্ট নীল জ্বরের রিপোর্টের পরিপ্রেক্ষিতে, কেরালার স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে। মালাপ্পুরম, কোঝিকোড় এবং ত্রিশুর জেলায় ওয়েস্ট নীল জ্বরের খবর পাওয়া যাচ্ছে।

গত সপ্তাহে স্বাস্থ্য দফতরের একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রাক-বর্ষার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। জেলা মেডিকেল অফিসারদের তৎপরতা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেওয়া হয়। জেলা ভেক্টর কন্ট্রোল ইউনিট বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। আর সেখানেই চাঞ্চল্যকর রিপোর্টে ওয়েস্ট নীল জ্বরের প্রমাণ মেলে।

ইতিমধ্যেই সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে সব জেলায়। ২০১১ সাল থেকে, রাজ্যের বিভিন্ন জেলায় ওয়েস্ট নীল জ্বরের রিপোর্ট পাওয়া যাচ্ছে। তাই চিন্তা করার দরকার নেই, বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে একই সাথে মন্ত্রী আরও অনুরোধ করেছেন যে কারও জ্বর বা অন্যান্য উপসর্গ থাকলে অবিলম্বে চিকিৎসা করাতে হবে।

west-nile-fever-.1.2703554.jpg

SERkbycrGpo4cUF4stYXi8.jpg

Add 1