ভোটের মেশিনে মালা পরিয়ে করেন নমস্কার! এবার বিপদে সেই প্রার্থী

বিপদে পড়লেন এই নির্দল প্রার্থী।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: নাসিকের নির্দল প্রার্থী শান্তিগিরি মহারাজ নির্বাচনী এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পরে ভোটিং মেশিনে মালা পরিয়ে প্রণাম করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে।

case registered against Nashik Lok Sabha constituency independent candidate  Shantigiri Maharaj in the case of violation of the code of conduct  Maharashtra Marathi News | मोठी बातमी : शांतीगिरी महाराजांवर गुन्हा दाखल,

তবে নিজের এই পদক্ষেপের কারণে এবার বিপদে পড়লেন প্রার্থী। প্রার্থী শান্তিগিরি মহারাজের বিরুদ্ধে ত্রিম্বকেশ্বর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। 

 

Add 1