অসহ্য গরম থেকে মুক্তি চান? কবে পাবেন মুক্তি জেনে নিন -

মানুষের একটাই প্রশ্ন থাকছে কবে মিলবে এই গরম থেকে মুক্তি?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
heatwave.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভরা বৈশাখে পুড়ছে কলকাতা সহ গোটা বঙ্গই। এমনকি বাদ যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলিও। তীব্র দহনদাহায় প্রতিদিন সকালে উঠে মানুষের একটাই প্রশ্ন থাকছে কবে মিলবে এই গরম থেকে মুক্তি?

কিন্তু এই প্রশ্নের কোনও আশাজনক উত্তর দিতে পারছে না হাওয়া অফিসও। আসলে এখনই মিলবে না মুক্তি। দক্ষিণবঙ্গ জুড়েই তাপপ্রবাহ চলবে আগামী কয়েকদিন ধরে। তার মধ্যে কয়েকটি জেলায় চরম তাপপ্রবাহ বইবে। বৃষ্টির দেখা ঠিক কবে মিলবে তাই এখন কোটি টাকার প্রশ্ন।

weather 640x400-5-1551439342.jpg

heatwave wb

Add 1