প্রচারের মুখ ঘাটালের বাম কংগ্রেস সমর্থিত সিপিআই জোট প্রার্থী তপন গাঙ্গুলী

মানুষ পরিবর্তন চাইছে।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
তর

দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ ঘাটালে আগামী ২৫ মে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। ঘাটাল লোকসভা জুড়ে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার চালাচ্ছেন জোর কদমে। ঘাটালের বাম কংগ্রেস সমর্থিত সি পি আই জোট প্রার্থী তপন গাঙ্গুলীও তাই পিছিয়ে নেই ভোট প্রচারে। 

আজ ৯ মে, বৃহস্পতিবার সারাদিন ডেবরা বিধানসভা জুড়ে প্রচার চালাচ্ছে তপন গাঙ্গুলী। ডেবরা  ব্লকের দু'নম্বর ভারতপুর অঞ্চলের বৌলাসিনি হাই স্কুল থেকে পাটনা বাজার পর্যন্ত  প্রায় ৬ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বাম কংগ্রেস জোট প্রার্থী তপন গাঙ্গুলি নির্বাচনী প্রচার করেন। তার সাথে এই প্রচারে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা প্রাণ কৃষ্ণ মন্ডল, সিপিআইএমের যুবনেতা সুমিত অধিকারীসহ শতাধিক বাম সমর্থকরা।

প্রচারে নেমে তপন গাঙ্গুলি জানান, '' ঘাটাল লোকসভা জুড়ে মানুষজনের কাছ থেকে যা জানতে পেরেছি  ঘাটাল জুড়ে কোনো উন্নয়ন হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যান, টাবাগেড়্যা ব্রিজ, পাঁশকুড়ায় সবজীর ভাণ্ডার, মাদুর শিল্পের রূপায়ন করতে হবে। এইগুলো হলে বহু যুবকের কর্মসংস্থান হতে পারে। ''  

প্রতিপক্ষ দেব বা হিরণ প্রসঙ্গে তিনি বলেন যে, '' দেব, হিরণ যেই হোক না কেন তারা আমার কাছে ভালো হতে পারে। তারা মানুষের কাছে কাছে ভালো হতে পারে, কিন্তু লড়াইটা নীতি-আদর্শের। আজকে ১২ বছরে একটাও শিল্প গড়ে তুলতে পারেনি শাসক দল। ২ লক্ষ বেকার যুবক যুবতীদের কাজ দেওয়ার কথা ছিলো। ভাঁওতাবাজি, মিথ্যাচারী  দুর্নীতির সরকার এ রাজ্যে চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। তাই মানুষ জোড়া ফুলের কাছ থেকে বেরিয়ে আস্তে চাইছে এবং তারা পরিবর্তন চাইছে। ''

তিনি আরও বলেন যে, '' অন্যদিকে এই দেশে বিভাজনের রাজনীতি, ধর্মীয় উন্মাদনার রাজনীতি, জাতপাতের বিদ্বেষ লাগু করে দেশের জাতীয় সংহতিকে দুর্বল করতে চাইছে নরেন্দ্র মোদীরা আর আরএসএস সংগঠন। এই দুই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লাল ঝান্ডাকে শক্তিশালী করে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে আরো শক্তিশালী করে তুলতে হবে আমাদের। আমরা জাতীয় কংগ্রেস, আঞ্চলিক কিছু দল এবং বামপন্থীরা সবাই ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে লড়ছি। আমাদের বিশ্বাস মানুষরা আমাদের ডাকে সাড়া দেবেন। '' 

 

Add 1